লালন ফকীর রচিত গান নং ১৬৪

ঐ রুপ তিলে তিলে জপো মনসূতে ।
ভুলোনা বৈদিক ভোলেতে ।।
গুরুরুপ যার ধ্যানে রয় কি করবে তার শমন রায় ।
নেচে গেয়ে ভবপারে যায় গুরুচরণ তরীতে ।।
উপর বাড়ি সদরওয়ালা স্বরুপ রুপে করছে খেলা ।
স্বরুপ গুরু স্বরুপ চেলা আর কে আছে জগতে ।।
শমনে তরঙ্গ ভারি গুরু বিনে নাই কাণ্ডারি ।
লালন বলে ভাসাও তরী যা করেন সাঁই কৃপাতে ।।