ওগো বৃন্দে ললিতে ।
আমি কৃষ্ণহারা হলাম জগতে ।।
ও সখিরে চলো চলো বনে যাই
বন্ধুর দেখা নাই বৃন্দাবন আছে কত দূরে
ছাড়িয়া ভবের মায়া দেহ করিলাম পদছায়া
ললিতে তার পায়ের ধ্বনি শুনিতে ।।
আগে সখি পিছে সখি
শত শত সখি দেখি সব সখিরে কর্নে দেখি সোনা
নদীর কূলে বাজায় বাঁশি কপালি তিল তুলসী
রাধিকার বন্ধু হয় কোনজনেতে ।।
বনের পশু যারা
আমার থেকে ভালো তারা সঙ্গে লয়ে থাকে আপন পতিরে
তারা পতির সঙ্গে করে আহার পতির সঙ্গে করে বিহার
লালন বলে মজে থাকো আপনার পিরীতে ।।