লালন ফকীর রচিত গান নং ১৬৯

ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন ।
কীসে চিনবি রে মানুষ রতন ।।
আপন খবর নাই আপনারে বেড়াও পরের খবর করে ।
আপনারে চিনলে পরে পরকে চেনা যায় তখন ।।
ছিলি কোথায় এলি হেথা স্মরণ কিছু হলোনা তা ।
না বুঝে মুড়ালি মাথা পথের নাই অন্বেষণ ।।
যার সঙ্গে এই ভবে এলি তারে আজ কোথায় হারালি ।
সিরাজ সাঁই কয় পেটশাখালি তাই নিয়ে পাগল লালন ।।