ও মা যশোদে তাই আর বললে কি হবে ।
গোপালকে যে এটো দিই মা যে ভাব ভেবে ।।
কাধে চড়ায় কাধে চড়ি যে ভাব ধরায় সেই ভাব ধরি ।
এ সকল বাসনা তারই বুঝেছি পূর্বে ।।
মিঠার লোভে এটো দেই মা পাপ পুণ্যির জ্ঞান থাকেনা ।
গোপাল খেলে হই সান্তনা পাপ পুণ্যি কে ভাবে ।।
গোপালের সঙ্গে যে ভাব বলতে আকুল হই মা সেসব ।
লালন বলে পাপ পুণ্যি লাভ ভুলে যাই গোপালকে সেবে ।।