লালন ফকীর রচিত গান নং ১৭০

ও দেল মোমীনা চলো আবহায়াত নদীর পারে ।
শ্রীগুরু কাণ্ডারী যার রয়েছে হাল ধরে ।।
সে ঘাটে জন্মে সোনা কামী লোভী যেতে মানা ।
সে ঘাটে জোর খাটেনা চলো ধীরে ধীরে ।।
যার ছেলে কুমিরে খায় তার দেলে লেগেছে ভয় ।
ঢেকি দেখে পালায় আবার বুঝি আমারে ধরে ।।