লালন ফকীর রচিত গান নং ১৬৮

ও ভাণ্ডে আছে কত মধুভরা খান্দানে মিশগা তোরা ।
নবীজির খান্দানে মিশলে আয়নার পৃষ্ঠে লাগবে পারা ।।
যেদিন জ্বলে উঠবে নূর তাজেল্লা এই অধর মানুষ যাবে গো ধরা ।
আল্লা নবী দুই অবতার এক নূরেতে মিলন করা ।।
ঐ নূর সাধিলে নিরঞ্জনকে অমনি যাবে ধরা ।
ফকীর লালন বলে সাঁইর চরণে ভেদ পাবা না মুর্শিদ ছাড়া ।।