নজর একদিক দাওরে ।
যদি চিনতে বাঞ্ছা হয় তারে ।।
লামে আলিফ রয় মনে মানুষে সাঁই আছে তেমন ।
নীরে ক্ষীরে তেমনই মিলন বলতে নয়ন ঝরে ।।
কে ছোট কে গাছ বীজে কে আগে কে হলো পিছে ।
দাসী হলে গুরুর কাছে দেখায় দুইচোখ ধরে ।।
না বুঝে যায় সে কাজে বললো কী কথা মরি লাজে ।
লালন বলে দুই নৌকায় পা দিলে অমনি পাছা যায় চিরে ।।