নিরাকারে দুইজন নূরী ভাসছে সদাই ।
ঝরার ঘাটে যোগান্তরে হচ্ছেরে উদয় ।।
একজন পুরুষ একজন নারী ভাসছে সদাই বরাবরই ।
উপরওয়ালা সদর বাড়ি যোগ তাতে দেয় ।।
মাসান্তে সেই দুইজনা আবেশে হয় দেখাশোনা ।
জেনেছে সেই উপাসনা সেই ভাগ্যোদয় ।।
যে চিনেছে দুই নূরীকে সিদ্ধি হবে যোগে যোগে ।
লালন ভেড়ো পলো ফাঁকে মনেরই দ্বিধায় ।।