নিগম বিচারে সত্য গেলো যে জানা ।
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা ।।
পুরুষ পরোয়ারদিগার অঙ্গে আছে প্রকৃতি তার ।
প্রকৃতি প্রাকৃতি সংসার সৃষ্টি সবজনা ।।
নিগূঢ় খবর নাহি জেনে কেবা সেই মায়েরে চেনে ।
যাহার ভার দ্বীন দোনে দিলেন রব্বানা ।।
ডিম্বের মধ্যে কেবা ছিলো বাহির হয়ে কারে দেখিলো ।
লালন বলে ভেদ যে পেলো ঘুচলো দিনকানা ।।