লালন ফকীর রচিত গান নং ৪৭২

নীচে পদ্ম চরক বাণে যুগল মিলন চাঁদ চকোরা ।
সূর্যের সুসঙ্গ কমল কীরুপে হয় যুগল মিলন
জানলিনে মন হলি কেবল কামাবশে মাতোয়ারা ।।
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ভবে নপুংশকে না সম্ভবে
যে লিঙ্গ ব্রহ্মাণ্ড গড়ে কী দেবো তুলনা তারে
রসিকজনা জানতে পারে অরসিকের চমৎকারা ।।
সামর্থ্যকে পূর্ণ জেনে বসে আছে সেই গুমানে
যে রতিতে জন্মে মতি সে রতির কি আকৃতি
যারে বলে সুধার পতি ত্রিলোকের সেই নিহারা ।।
শোণিত চক্র চম্পাকলি কোন স্বরুপ কাহারে বলি
ভৃঙ্গরতির করো নিরুপণ চম্পাকলির অলি যেজন
গুরু ভেবে কহে লালন কীসে যাবে তারে ধরা ।।