নবীর তরিকতে দাখিল হলে সকলই জানা যায় ।
কেন রে মন কলির ঘোরে ঘুরছো ডানে বায় ।।
আউয়ালে বিসমিল্লা বর্ত মূল জানো তার তিনটি অর্থ ।
আগমে বলেছে সত্য সে ভেদ ডুবে জানতে হয় ।।
নবী আদম খোদ বেখোদা এ তিন কভু নাহি জুদা ।
আদমে করিলে সেজদা আলকজনা পায় ।।
যথায় আলক মোকাম বারি সফিউল্লা তাহার সিড়ি ।
লালন বলে মনের বেড়ি লাগাওরে মুর্শিদের পায় ।।