নবীর আইন পরশরতন চিনলিনা মন দিন থাকিতে ।
সুধার লোভে গরল খেয়ে মরলি রে বিষজ্বালাতে ।।
নূর নবীজির তরিকা ধরো রোজা করো নামাজ পড়ো ।
নবীর তরিক না ধরিলে রে ঠেকবি পদে পদে ।।
নিরাশ মানুষের কথা শুনে মনে লাগে ব্যাথা ।
লালন বলে ভাঙবে মাথা পড়বিরে কাঠমোল্লার হাতে ।।