নবীর আইন বোঝার সাধ্য নাই ।
যার যেমন বুদ্ধিতে আসে বলে বুঝি তাই ।।
বেহেস্তের লায়েক আহাম্মক সবে তাই শুনি হাদীস কেতাবে ।
এমতো কথার হিসাবে বেহেস্তের গৌরব কীসে রয় ।।
সকলে বলে আহাম্মক বোকা আহাম্মক পায় বেহেস্তে জায়গা ।
এত বড়ো পূর্ণ ধোকা কে ঘুচাবে কোথা যাই ।।
রোজা নামাজ বেহেস্তের ভজন তাই করে কি পাবে সে ধন ।
বিনয় করে বলছে লালন থাকতে পারে ভেদ মুর্শিদের ঠাই ।