লালন ফকীর রচিত গান নং ৪৮৩

নবী সাবুদ করে লও চিনে ।
তার কালেমা সাবুদ হবে দেখবি নয়নে ।।
যার কলেমা পড়ো তারে লও চিনে ।
যে নবী সঙ্গে ফিরে তারে লও জেনে ।।
যে নবী করবেন পার জিন্দা সে চারযুগের উপর ।
হায়াতুল মুরসালিন নাম তার সেইজন্যে ।।
লাকুম দ্বীনুকুম এ কথা বলে কোরাণে ।
কোন নবীর কেমন আইন জানবি তার মানে ।।
কোন নবীর হলো ওফাত কোন নবী হয় বান্দার হায়াত ।
কোন নবী হলো কাণ্ডারী দেখো মদীনে ।।
সিরাজ সাঁই বলেরে লালন নবী চিনো আগে ।
কলেমা সাবুদ হলে যাবি নিত্য ভুবনে ।।
নাম শুনে চেনে যারা নবীর ইয়ার তারা ।
না দেখে চিনবি তোরা কেমনে ।।