লালন ফকীর রচিত গান নং ৪৮০

নবী না চিনলে কি আল্লা পাবে ।
নবী দ্বীনেরই চাঁদ দেখনা ভেবে ।।
যার নূরে হয় সয়াল সংসার
কলির ভাবে আজ নবী পয়গম্বর
হাটের গোলে তারে মন চিনলিনা ভবে ।।
বাতেনের ঘরে নূরনবী পুরুষ কি প্রকৃতি ছবি
পড়ো দেল কোরাণ
করো তার বিধান মনের আঁধার দূরে যাবে ।।
বোঝা কঠিন কুদরতি খেয়াল নবীজি গাছ সাঁইজি তার ফল
যদি সে ফল পাড়ো
ঐ গাছে চড়ো লালন কয় কাতরভাবে ।।