লালন ফকীর রচিত গান নং ৪৭৯

নবী মেরাজ হতে এলেন ঘুরে ।
বলেন না ভেদ কারো তরে ।।
শুনে আলী কহিছেন তখন দেখে এলেন আল্লা কেমন ।
নবী কয় ঠিক তোমার মতন করো আমল আমি বলো যারে ।।
এসে আবু বকর বলে আল্লা কেমন দেখে এলে ।
রুপটি কেমন দেবেন বলে নবী বলেন তুমি দেখো তোমারে ।।
তারপর কহিছে ওমর কেমন আল্লার আকার প্রকার ।
নবী কয় ঠিক তোমার আকার আইনাল হক তাই কোরাণ ফুকারে ।।
পরে জিজ্ঞাসিলো ওসমান গনি কেমন আল্লা বলেন শুনি ।
নবী কয় যেমন তুমি তেমন ঠিক পরোয়ারে ।।
নবী মেরাজে গিয়ে যে ভেদ তিনি এলেন নিয়ে ।
নবীজি যা বুঝাইলো চারজনা চার মতে পলো লালন পলো মহাগোলে ।।