লালন ফকীর রচিত গান নং ৪৮১

নবী চেনা রসুল জানা ও দিনকানা তোর ভাগ্যে জোটেনা ।
আল্লা মোহাম্মদ নবী তিনে হয় একজনা ।।
কোথায় আল্লা কোথায় নবী কোথায় সে ফাতেমা বিবি ।
লেহাজ করলে জানতে পাবি প্রেম করেছে এ তিনজনা ।।
যে খোদ সেই তো খোদা আকৃতি নাম করলেন জুদা ।
তাই তো হলেন মোহাম্মদা বিবির কাছে হয় দেনা ।।
চৌদ্দ ভুবন রয় চৌদ্দ ভাগে তিন বিবি তার কলেমার আগে ।
এগারো জন দাস্যভাবে ফকীর লালন করে উপাসনা ।।