নারীর এত মান ভালো নয়গো কিশোরী ।
যত সাধে শ্যাম তত বাড়াও মান মান বাড়াও ভারী ।।
ধন্যরে তোর বুকেরই জোর কাদাও তুমি জগদীশ্বর করে মান জারি ।
ইহার প্রতিশোধ নিবেন কি সেই শ্রীহরি ।।
ভাবে বুঝলাম দড় শ্যাম হইতে মান বড় হলো তোমারই ।
থাকো থাকো প্যারী দুদিন বাদে জানা যাবে জারিজুরি ।।
তোমরা কে দেখছো কোথায় নারী পুরুষকে পায়ে ধরায় সে কোন নারী ।
রাগে কয় বৃন্দে ফকীর লালন কী জানে তারই ।।