নানারুপ শুনে শুনে শূণ্য হলামরে সাধুর খাতায় । বুঝিতে বুঝিতে বোঝা চাপলো রে মাথায় ।। যা শুনিতে হয় বাসনা শুনলে মনের আট বসেনা । তার বড় শুনে মনা দৌড়ায় সেথায় ।। একবার বলে যাই কাশীতে আবার একজন বলে মক্কায় যেতে । দিন গেলো মোর দোটানাতে যাই বা কোথায় ।।