নামটি আমার সহজ মানুষ সহজ দেখে বাম করি ।
বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরি ফিরি ।।
আমি ক্ষণেক থাকি স্বরুপ দেশে
আবার বেড়াই হাওয়ায় মিশে
ভক্তের উদ্দেশে শতদলে মিশে ঘৃত ছনা পান করি ।।
আমি অযোধ্যার রাম গোপীগণের শ্যাম
যেভাবে যখন ডাকে সেভাবে পুরাই মনস্কাম
ভক্তের দ্বারা বাঁধা আছি তাই শান্তিরসে ভর করি ।।
আমাকে ধরা সহজ নয় আমি যশোদার কানাই
ভক্তের মনরক্ষা করতে গো ধেনু চরাই
ভক্ত ছাড়া নয়কো আমি সুবাতাসেতে ঘুরি ।।
আমি রাই ক্ষীরোদ রসে ভক্তে থাকি মিশে
ভক্তির পরীক্ষা হলো পায় সে অনাসে
ফকীর লালন হলো অপদার্থ চরণ দানের ভিখারী ।।