নামাজ পড়বো কিরে মক্কাঘরে বাঁধলো গণ্ডগোল ।
মক্কাঘরের চারিপাশে সব দেখি উলুর পাগল ।।
ছয়জনা মুসুল্লি এসে সদাই বাঁধায় গণ্ডগোল যে ।
কারো কথা কেউ না শোনে উলু দেয় আর বাজায় ঢোল ।।
মক্কাঘরের মধ্যে শুনি একজন দেয় শিঙ্গায় ধ্বনি ।
কি নাম তার নাহি জানি ক্ষণেক বলে হরিবোল ।।
মানুষমক্কায় পড়ো নামাজ তাতেই রাজি সাঁই বে নেয়াজ ।
ভক্তিপ্রেম মিশিয়ে ভজে ভেবে লালন হয় উতল ।।