লালন ফকীর রচিত গান নং ৪৮৯

না জেনে ঘরের খবর তাকাও আসমানে ।
চাঁদ রয়েছে চাঁদে ঘেরা ঘরের ঈশান কোণে ।।
প্রথমে চাঁদ উদয় দক্ষিণে কৃষ্ণপক্ষে অধো হয় বামে ।
আবার দেখি শুক্লপক্ষে কেমনে যায় দক্ষিণে ।।
খুজিলে আপন ঘরখানা পাবে সে সকল ঠিকানা ।
বারো মাসে চব্বিশ পক্ষ অধর ধরা তার সনে ।।
স্বর্গচন্দ্র মণিচন্দ্র হয় তাহাতে বিভিন্ন কিছু নয় ।
এ চাঁদ সাধলে সে চাঁদ মেলে লালন কয় তাই নির্জনে ।।