না জানি ভাব কেমন ধারা ।
না জেনে পাড়ি ধরে মাঝদরিয়ায় ডুবলো ভারা ।।
সেই নদীর ত্রিধারা কোনধারে তার কপাট মারা ।
কোন ধারে তার সহজ মানুষ সদাই করে চলাফেরা ।।
হরনাল করনাল মৃণালে শকনালে সুধারায় চলে ।
বিনা সাধনে এসে রণে পুঁজি পাট্টা হলাম হারা ।।
অবোধ লালন বিনয় করে একথা আর বলবো কারে ।
রুপদর্শন দর্পনের ঘরে হলাম আমি পারা হারা ।।