লালন ফকীর রচিত গান নং ৪৮৫

না ছিলো আসমান যমীন পবন পানি সাঁই তখন নিরাকারে ।
এলাহি আল আলমিন সিদরাতুন একিন কুদরতি গাছ পয়দা করে ।।
গাছের ছিলো চার ডাল হলো হাজার সাল ।
এক এক ডাল তার এতই দূরে ।।
সত্তুর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে ।
বারিতলার হুকুম হলো নূর ঝরিলো ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে ।।
একদিন সাঁই ডিম্বভরে ভেসেছিলো একেশ্বরে ।
লালন বলে হায় কী খেলা কাদির মাওলা করেছে লীলে অপার পারে ।।