লালন ফকীর রচিত গান নং ৪৯৬

না বুঝে মজোনা পীরিতে ।
বুঝে সুঝে করো পীরিত শেষ ভালো দাড়ায় যাতে ।।
ভবের পীরিত ভূতের কীর্তন ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন ।
অবশেষে হয় তার মরণ তেমাথা পথে ।।
যদি পীরিতের হয় বাসনা সাধুর কাছে জানগে বেনা ।
লোহা যেমন স্পর্শে সোনা হবে সেইমতে ।।
এক পীরিতে দ্বিভাগ চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন ।
বিনয় করে বলছে লালন এই গজতে ।।