মূলের ঠিক না পেলে সাধন হয় কীসে । কেউ বলেরে শ্রীকৃষ্ণ মূল কেউ বলে মূল ব্রহ্ম সে ।। ব্রহ্ম ঈশ্বরে দ্বৈত লেখা যায় শাস্ত্রমতো । উচানিচা কি তার এত করিতে হয় সেই দিশে ।। কোথা যাই কিবা করি বলে বেড়াই গোলে হরি । লালন কয় এক জানতে নারি তাইতে বেড়ায় মন ভেসে ।।