লালন ফকীর রচিত গান নং ৬৮০

মূল হারালাম লাভ করতে এসে দিয়ে ভাঙ্গা নায়ে বোঝায় ঠেসে ।
জনমভাঙ্গা তরী আমার বল ফুরালো জল সেচে ।।
গলুই ভাঙ্গা জলুই খসা বরাবরই এমনই দশা ।
গাব কালিতে যায়না কসা কি করি তার নাই দিশে ।।
কত ছুতোর ডেকে আনি সারিতে এই ভাঙ্গা তরণী ।
এক জাগায় খোচ গড়তে অমনি আর এক জাগায় যায় ফেঁসে ।।
যে ছুতোরের নৌকা গঠন তারে যদি পেতাম এখন ।
লালন বলে মনের মতন সারতাম তরী তার কাছে ।।