মুর্শিদের মহৎ গুণ নেনা বুঝে ।
যার কদম বিনে ধরম করম মিছে ।।
যতসব কলেমা কালাম ঢুড়িলে মেলে তামাম কোরাণ বিচে ।
তবে কেন পড়া ফাজেল মুর্শিদ ভজে ।।
মুর্শিদ যার আছে নিহার ধরতে পারে অধর সেই অনাসে ।
মুর্শিদ খোদা ভাবলে জুদা পড়বি প্যাচে ।।
আলাদা বস্তু কি ভেদ কিবা সে ভেদ মুর্শিদ জগতমাঝে ।
সিরাজ সাঁই কয় দেখরে লালন আক্কেল খুজে ।।