মুর্শিদ বিনে কী ধন আর আছেরে মন এই জগতে ।
যে নামে শমন হরে তাপিত অঙ্গ শীতল করে
ভববন্ধনজ্বালা যায়গো দূরে জপো ঐ নাম দিবারাতে ।।
মুর্শিদের চরণের সুধা পান করিলে যাবে ক্ষুধা
করোনাকো দেলে দ্বিধা যেহি মুর্শিদ সেহি খোদা
ভজো অলিয়্যাম মোর্শেদা আয়াত লেখা কোরাণেতে ।।
আপনি আল্লা আপনি নবী আপনি হন আদম সফি
অনন্তরুপ করে ধারণ কে বোঝে তার লীলার কারণ
নিরাকারে সাঁই নিরঞ্জন মুর্শিদরুপ হয় ভজনপথে ।।
কুল্লে শাইয়িন মুহিত আলা কুল্লে শাইয়িন কাদির
পড়ো কালাম লেহাজ করো তবে সে ভেদ জানতে পারো
কেন লালন ফাঁকে ফেরো ফকীরি নাম পড়াও মিছে ।।