মরার আগে মলে শয়নজ্বালা ঘুচে যায় ।
জানগে কেমন মরা কীরুপ জানাযা তার দেয় ।।
জ্যান্তে মরে সুজন লয়ে খেলকে তাজ তহবন ভেক সাজায় ।
রুহ ছাপাই হয় কীসে তাহার কবর কোথায় ।।
মরার শৃঙ্গার ধরে উচিত জানাযা করে যে যথায় ।
সেই মরা আবার মরিলে জানাযার কী হয় ।।
কথায় হয়না সে মরা তাদের করণ বেদছাড়া ।
ফকীর লালন বলে সমঝে পড়ো মরার হাল গলায় ।।