লালন ফকীর রচিত গান নং ৬২০

মোরাকাবা মোশাহেদায় আশেকজনা মশগুল রয় ।
ফানা ফিল্লায় দাখিল হলে ইরফানি কোরাণ তারে শোনায় ।।
আবির কুবির জানলে পরে চাররঙ যায় আপনি সরে ।
শেষে আবার লালরঙ ধরে তারে কি হাতে ধরা যায় ।।
নফসের জ্যোতি আসলে পরে বিজলীর চটক ঝরে ।
যে নফস সাধন না করে তারে কি সাধক বলা যায় ।।
আদ্যরুপ পুরা নফস জারি সামাল হলে হয় ফকীরি ।
লালন বলে হায় কি করি বলো কোথা যাই ।।