লালন ফকীর রচিত গান নং ৬১৯

মোহাম্মদ মোস্তফা নবী প্রেমের রসুল ।
যে নামে সব পাগলিনী জগত হয় আকুল ।।
ইশকে আল্লা ইশকে রসুল ইশকেতে হয় জগতের মূল ।
ইশক বিনা ভজনসাধন সবকিছু হয় ভুল ।।
গরীবে নেওয়াজ মঈনউদ্দীন আব্দুল কাদের মহিউদ্দীন ।
শাহ জালাল শাহ মাদার সকলে নেয় তার চরণের ধূল ।।
কেয়ামত বিচারের দিনে আল্লাহ নেবে মোমীন চিনে ।
সিরাজ সাঁই কয় প্রেমের গুণে লালন পাবি অকুলের কুল ।।