মনরে সামান্যে কি তারে পায় ।
শুদ্ধপ্রেমে ভক্তির বশ কৃষ্ণ দয়াময় ।।
কৃষ্ণের আনন্দপুরী কামী লোভী যেতে নারে ।
শুদ্ধভক্তির ভক্তের দ্বারে সে চরণ নিকটে রয় ।।
বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি তারে বলে হেতুভক্তি ।
নিহেতু ভক্তির রীতি সবেমাত্র দীননাথের পায় ।।
ব্রজের নিগূঢ়তত্ব গোসাঁই শ্রীরুপেরে সব জানালে তাই ।
লালন বলে মুর্শিদ সাধলে সেইমতো রসিক মহাশয় ।।