মনরে কবে ভবে সূর্যের যোগ হয় করো বিবেচনা ।
চন্দ্রকান্ত যোগ মাসান্ত ভবে আছে জানা ।।
যে জাগে সেই যোগের সাথে অমূল্যধন পাবে হাতে ।
ক্ষুধাতৃষ্ণা যাবে তাতে এমন ধন খুজলে না ।।
চন্দ্রকান্তি সূর্যকান্তি ধরে আছে আলকপন্তি ।
যুগলেতে হলে একান্তি পাবে উপাসনা ।।
অখণ্ড উদ্ভাসরতি রসিকের প্রাণরসের গতি ।
লালন ভেবে কয় সম্প্রতি দেহ খুজে দেখো না ।।