মন তুমি গুরুর চরণ ভুলোনা ।
গুরু বিনে এ ভুবনে পারে যাওয়া যাবেনা ।।
পারে লয়ে যাবে যাহা ঠিক রাখো ষোলো আনা ।
পারের সম্বল না থাকিলে পাটনি পার করবেনা ।।
হকের উপরে থাকবে যখন লাহুত মোকাম চিনবে তখন ।
এই সত্য জেনে ও মন মানুষ তুমি ধরলে না ।।
পারের সম্বল লাগবেনা এমন পাগল আর দেখিনা ।
ফকীর লালন বলে মন রসনা করো গুরুর বন্দনা ।।