মন তোর বাকীর কাগজ গেলো হুজুরে ।
কখন জানি আসবে শমন সাধের অন্তঃপুরে ।।
যখন ভিটেয় হয় বসতি দিয়েছিলে খোশ কবুলতি ।
হরদমে নাম রাখবো স্থিতি এখন ভুলেছো তারে ।।
আইনমাফিক নিরিখ দেনা তাতে কেন ইতরপনা ।
যাবেরে মন যাবে জানা যাবে আখেরে ।।
সুখ পেলে হও সুখভোলা দুখ পেলে হও দুখ উতলা ।
লালন কয় সাধনের খেলা কীসে জুত ধরে ।।