মন তোর আপন বলতে কে আছে ।
কার কাঁদায় কাঁদো মিছে ।।
থাক সে ভবের ভাই বেরাদার প্রাণপাখি সে নয় আপনার ।
পরের মায়ায় মজে এবার প্রাপ্ত ধন হারাই পিছে ।।
সারানিশি দেখো মনুরায় নানান পাখি একবৃক্ষে রয় ।
যাবার বেলা কে কারে কয় দেহের প্রাণ তেমনই সে যে ।।
মিছে মায়ার মদ খেয়োনা প্রাপ্ত পথ সব ভুলে যেয়োনা ।
এবার গেলে আর হবেনা পড়বিরে কয় যুগের প্যাচে ।।
আসতে একা এলি যেমন যেতে একা যাবি তেমন ।
সিরাজ সাঁই বলেরে লালন কার দুঃখে কাঁদো মিছে ।।