মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা ।
ডাবার পর মুগুর পলে সেইদিনে গা টের পাবা ।।
বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে কোনদিনে পাতাল ধাবা ।
তবু দেখি গেলোনা তোর তেড়া চলন বদলোভা ।।
সুখের আশ থাকলে মনে দুঃখের ভার নিদানে অবশ্যই মাথায় নিবা ।
সুখ চেয়ে সোয়াস্তি ভালো শেষকালে তাই ঠের পাবা ।।
ইল্লতে স্বভাব হলে পানিতে কি যায়রে ধুলে খাসলতি কীসে ধোবা ।
লালন বলে হিসাবকালে সকল ফিকির হারাবা ।।