মন রলো সেই রিপুর বশে রাত্রদিনে ।
মনের গেলোনা স্বভাব কীসে মেলে ভাব সাধুর সনে ।।
বলি সেই শ্রীচরণ মনে যদি হয় কখন ।
অমনই রিপু হয় দুষ্ট সে সময় ধরে সেদিকে টানে ।।
নিজগুণে যা করেন সাঁই তা বিনে আর ভরসা নাই ।
জানা গেলো মোর মনের ভক্তিজোর যেরুপ মনে ।।
দিনে দিনে দিন ফুরালো রঙমহল অন্ধকার হলো ।
লালন বলে হায় কী হবে উপায় উপায় তো দেখিনে ।।