লালন ফকীর রচিত গান নং ৬৫৮

মন কি ইহাই ভাবো আল্লা পাবো নবী না চিনে ।
কারে বলিস নবী নবী তার দিশে পেলিনে ।।
বীজ মানে সাঁই বৃক্ষ নবী দেল ঢুড়িলে জানতে পাবি ।
কী বলবো সেই বৃক্ষের খুবি তার একডালে দ্বীন আর একডালে দোনে ।।
যে নূরে হয় আদম পয়দা সেই নবীর তরিক জুদা ।
নূরের পেয়ালা খোদা দিলেন তারে খোদ অঙ্গ জেনে ।।
চার কারের উপরে দেখো আশ্রয় করে ছিলেন কে গো ।
পূর্বাপরের খবর রাখো জানবি লালন নবীর ভেদ মানে ।।