লালন ফকীর রচিত গান নং ৬৯২

মন এখনো সাধ আছে আল ঠেলা বলে ।
চুল পেকে হয়েছো হুড়ো চামড়া বুড়োর ঝুলমুলে ।।
গায়ে ভস্ম মেখে লোকেরে দেখাও মনে মনে মনকলাটি খাও ।
তোমার নাই সবুরই চাম কুঠুরি ছাড়বিরে আর কোনকালে ।।
হেটে যেতে হাটু নড়বড়ায় তবু যেতে সাধ মন বারো পাড়ায় ।
চেংড়ার সুমার বুদ্ধি তোমার ভ্রু কুচকে জানালে ।।
কেউ বলে পাগলা বুড়ো পীর আমার মন রয়না স্থির ।
মন কি মনাই নইলে কি ভাই লালন কয় ভূমি সেচাই অকালে ।।