মন দুঃখে বাঁচিনা সদাই ।
সাড়ে তিন কাঠা জমি প্রমাণ তাই ।।
কোনদিকে হয় খুশির বাগান কতখানি হয় তার পরিমাণ ।
কতখানি তার অতীত পতিত কতখানি সে জলাশয় ।।
কেবা করে দফাদারি কেবা করে চৌকিদারী ।
তার হিসাব রাখে কোন কাচারি সবসময় ।।
বত্রিশ ফুল কারে বলে দেহের বাও বাতাস কোনদিক চলে ।
ফকীর লালন কয় দেহের মূল কোনদিকে রয় ।।