লালন ফকীর রচিত গান নং ৬৬২

মন আমার কি ছার গৌরব করছো ভবে ।
দেখনা রে মন হাওয়ার খেলা বন্ধ হতে দেরী কি হবে ।।
বন্ধ হলে এই হাওয়াটি মাটির দেহ হবে মাটি ।
ভেবে বুঝে হও মন খাটি কে তোরে কতই বুঝাবে ।।
হাওয়াতে হাওয়াখানা মাওলা বলে ডাক রসনা ।
শিয়রে তোর কালশমনে কখন যেন কী ঘটাবে ।।
ভবে আসার আগেরে মন বলেছিলে করবো সাধন ।
লালন বলে সেকথা মন ভুলেছো ভবের লোভে ।।