মন আমার চরকা ভাঙা টেকো এড়ানে ।
টিপে সোজা করবো কত আর তো প্রাণে বাঁচিনে ।।
একটি আঁটি আর একটি খসে বেতো চরকা লয়ে যাবো কোন দেশে ।
একটি কল তার বিকল হলে সারতে পারে কোনজনে ।।
ছুতোর ব্যাটার গুণ পরিপাটি ষোলোকলে ঘুরায় টেকোটি ।
আর কতকাল বইবো এ হাল এ বেতো চরকার গুণে ।।
সামান্য কাঠ পাটের চরকা হয় খসলে খুটো খেটে আটা যায় ।
মানবদেহ চরকা সে হয় লালন কি তার ভেদ জানে ।।