মন আইন মাফিক নিরিখ দিতে ভাবো কি ।
কালশমন এলে হবে কী ।।
ভাবিতে দিন আখের হলো ষোলো আনা বাকী পলো ।
কী আলস্যে ঘিরে নিলো দেখলিনে খুলে আঁখি ।।
নিস্কামী নির্বিকার হলে জ্যান্তে মরে যোগ সাধিলে ।
তবে খাতায় উসুল হলে নইলে উপায় কই দেখি ।।
শুদ্ধমনে সকলই হয় তাও তো জোটেনা এবার তোমায় ।
লালন বলে করবি হায় হায় ছেড়ে গেলে প্রাণপাখি ।।