লালন ফকীর রচিত গান নং ৬৬০

মকরুম বলে সাঁই রব্বানা আমি আদম গড়ি কেমনে ।
কোথা পাই তার নকশা নমুনা আমি দেখিনি যা জীবনে ।।
আল্লা বলেন মকরুমেরে চেয়ে দেখো আরশ পরে ।
সত্তুর হাজার পর্দার আড়ে উঠলো ছবি গোপনে ।।
মকরুম বানালো দেহ সেথা বানাতে না পারে মাথা ।
মোকাম মীমের গিলাফেতে ঢুকলো রুহু গোপনে ।।
গিলাফেতে ঢুকলো যখন আদমের ভিতরে ছিলো কোনজন ।
লালন কয় তার মাথার গঠন আমার মুর্শিদ বিনে কে জানে ।।