লালন ফকীর রচিত গান নং ৬০৭

মকর উল্লার মকর কে বুঝতে পারে ।
আপনি আল্লা আপনি নবী আপনি আদম নাম ধরে ।।
পরোয়ারদিগার মালিক সবার ভবের ঘাটে পারের কাণ্ডার ।
তাতে করিম রহিম নাম তার প্রকাশ সংসারে ।।
কোরাণ বলেছেন খাটি অলিয়্যাম মোর্শেদা নামটি ।
আহাদে আহমদ সেটি মিলে কিঞ্চিৎ নজিরে ।।
আলিফ যেমন লামে লুকায় আদম রুপ তেমনই দেখায় ।
লালন বলে ভাব জানতে হয় মুর্শিদের জবান ধরে ।।