লালন ফকীর রচিত গান নং ৬০৪

মিলন হবে কতদিনে ।
আমার মনের মানুষের সনে ।।
চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালোশশী ।
হবো বলে চরণদাসী তা হয়না কপালগুণে ।।
মেঘের বিদ্যূৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ ।
কালারে হারায়ে তেমন ঐরুপ হেরি এ দর্পনে ।।
ঐরুপ যখন স্মরণ হয় থাকেনা লোকলজ্জার ভয় ।
লালন ফকীর ভেবে বলে সদাই ও প্রেম যে করে সেই জানে ।।