লালন ফকীর রচিত গান নং ৬৭২

মহাসন্ধির উপর ফেরে সে ।
মনরে সদাই ফেরো তার তালাশে ।।
ঘটে পটে সব জায়গায় আছে আবার নাই বলা যায় ।
চন্দ্র যে প্রকার উদয় জলের উপর তেমনই সাঁই আছে এই মানুষে ।।
যদিও সে অটলবিহারী তবু আলোক হয় সবারই ।
কারো মরায় মরেনা ধরা সে দেয়না ধরতে গেলে পালায় অচিন দেশে ।।
সাঁই আমার অটল পদার্থ নাইরে তার জরামৃত
যদি জরামৃত হয় তবে অটল পদ না কয়
ফকীর লালন বলে তা আর কয়জন বোঝে ।।