মেরা সাঁইর ভাবুক যারা ।
তাদের ভাবের ভূষণ যায় ধরা ।।
সাদা ভাব তার সাদা করণ নাইরে কালামালা ধারন ।
সে পঞ্চক্রিয়া সাঙ্গ করে ঘরে রাত্রদিন নিহারা ।।
পঞ্চতত্বরস তার উপর একের কলস ।
তাতে জ্বলছে বাতি দিবারাতি তাহে দৃষ্ট রয় বিভাবরা ।।
আলক রুপ হেরেছে যে সে কী দেবদেবী পূজে ।
এবার আউল চলন চলে লালন পেয়ে রত্ন হইলো হারা ।।